Wednesday, April 24, 2024


মহানবী কে কটুক্তির প্রতিবাদে শশীভুষনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

শশিভূষণ প্রতিনিধিঃ ভারতে মহানবী হযরত মোহাম্মদ ( সঃ)  ও তার স্ত্রী হযরত আয়েশা (রাঃ) কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির…

By স্টাফ রিপোর্টার , in Uncategorized , at June 11, 2022

শশিভূষণ প্রতিনিধিঃ ভারতে মহানবী হযরত মোহাম্মদ ( সঃ)  ও তার স্ত্রী হযরত আয়েশা (রাঃ) কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির জাতীয়  মুখপাত্র কুলাঙ্গার নুপুর শর্মার অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েেছে। শনিবার (১১জুন) বেলা ১০.৩০ মিনিটের সময়  শশীভুষন বাজার জামে মসজিদের প্রাঙ্গন থেকে শশীভুষন থানা ওলামা ঐক্য পরিষদের আয়োজনে ভোলা -চরফ্যাশন মহা সড়ক এলাকায় এ কর্মসুচির বিক্ষোভ মিছিল ও  প্রতিবাদ সমাবেশ পালন করা হয়। ঘন্টা ব্যাপী এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে শশীভুষন থানার আওতাধীন  বিভিন্ন মসজিদের কয়েক হাজার ধর্মপ্রান নবী প্রেমিক মুসলিম জনতা অংশ গ্রহন করেছেন। এ বিক্ষোভ মিছিলে শশীভুষন কাছেমুল উলম রাব্বানীয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা মোঃ হারনুর রসিদ এর সঞ্চালনায় বক্তব্য দেন শশীভুষন থানা ওলামা ঐক্য পরিষদের সভাপতি ও শশীভুষন বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা নুরে আলম নুরানী, ওলামা ঐক্য পরিষদের সেক্রেটারি মাওলানা সালাউদ্দীন, এওয়াজপুর ইউনিয়ন শাখার সভাপতি মাঃ মুফতি রুহুল আমিন,মুফতি আঃ রহমান শশীভুষন জামে মসজিদের সভাপতি সাহাদাত হোসেন সাদু মোল্লা সহ প্রমুখ ব্যাক্তিবর্গ। এসময় মাওলানা আঃ মালেক সাহেব হুজুরের মাধ্যম দোয়া মোনাজাতের মাধ্যমে সভা সমাপ্ত করা হয়।