Thursday, January 2, 2025


কর্ণফুলী লঞ্চ থেকে যাএী নদীতে  পড়েগিয়ে নিখোঁজ।

চরফ্যাশন প্রতিনিধিঃ গতকাল রবিবার (২০ মার্চ)  রাত আনুমানিক ১১ টার দিকে ঢাকাগামী কর্ণফুলী ১৩ লঞ্চ থেকে একজন যাএী নদীতে পরে…

By স্টাফ রিপোর্টার , in Uncategorized , at March 21, 2022

চরফ্যাশন প্রতিনিধিঃ গতকাল রবিবার (২০ মার্চ)  রাত আনুমানিক ১১ টার দিকে ঢাকাগামী কর্ণফুলী ১৩ লঞ্চ থেকে একজন যাএী নদীতে পরে গিয়ে নিখোঁজ রয়েছে। খোঁজ নিয়ে জানাগাছে তার নাম মোঃ সুলতান (৭০)  তিনি হাতিয়া নিঝুম দ্বীপের ২নং ওয়ার্ড এর বাসিন্দা মৃত নুরুমিয়ার ছেলে।  ঐ যাএী তাবলীগ জামাতে জাওয়ার উদ্দেশ্যে হাতিয়া থেকে ঢাকা যাওয়ার পথে এই দুর্ঘটনায় পতিত হন। লঞ্চের ২য় তলায় ঐ যাএী তার সীটে ছিল সেখান থেকে তিনি তাবলীগ জামাতের অন্যান্য সাথীদের না বলেই লঞ্চের নিচতলায় গিয়ে লঞ্চ থেকে পড়ে যায় । চরফ্যাশন থেকে ঢাকাগামী কর্ণফুলী লঞ্চটি ইলিশা তুলা তুলী স্পটে পৌছলে লঞ্চের একযাএী তাকে পা পিছলে পরে যেতে দেখেন।পরবর্তীতে লঞ্চ কতৃপক্ষকে জানালে তারা  তাকে কিছু সময় খোঁজ করে না পেয়ে চলেযায়। এ ব্যাপারে লঞ্চ ইন্সপেক্টর মাকসুদুর রহমান জানান আমি লঞ্চ কতৃপক্ষকে জানিয়েছি। কর্ণফুলী  ভোলা অফিস এর ম্যানেজার আলাউদ্দিন জানান আমাদের লঞ্চথেকে একজন যাএী পরে গিয়েছে  আমরা তাকে খোঁজ করে পাইনি পরবর্তীতে ভোলা ইলিশা ফাঁরির ইনচার্জ কে বিষয়টি অবগত করেছি।এদিকে তাবলীগ জামাতের এক সাথী জানায় তারা হাতিয়ার নিঝুম দ্বীপ থেকে একটি ট্রলারে চরে বেতুয়া লঞ্চ ঘাট এসে কর্ণফুলী লঞ্চে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা দেয়।পথিমধ্যে ঐ সাথী দুর্ঘটনার শিকার হন।