Friday, May 24, 2024


চরফ্যাশনে অটোরিকশা ও মোটর সাইকেল দূর্ঘটনায় আহত দুই। 

ওমর ফারুক চরফ্যাশন প্রতিনিধঃ- চরফ্যাশনে অটোরিকশা ও মোটর সাইকেল দূর্ঘটনায় দুই জনের আহত হওয়ার খবর পাওয়ায় গেছে। জানাগেছে চরফ্যাশন উপজেলার…

By স্টাফ রিপোর্টার , in Uncategorized , at April 29, 2021

ওমর ফারুক চরফ্যাশন প্রতিনিধঃ- চরফ্যাশনে অটোরিকশা ও মোটর সাইকেল দূর্ঘটনায় দুই জনের আহত হওয়ার খবর পাওয়ায় গেছে। জানাগেছে চরফ্যাশন উপজেলার এক নং ওয়ার্ড এর এচহাক মিয়ার ( এচহাক সারবেয়ার) ছেলে মোঃ রিয়াজ আজ ২৯ এপ্রিল বৃহস্পতিবার সন্ধা ৬ টায় তার প্রসূতি স্ত্রী কে  সিটি হার্ট  ক্লিনিকে ভর্তি করে মটর সাইকেলযোগে  বাড়ি ফেরার পথে, গাড়িওয়ালাদের মোড়ে আসলে হটাৎ করে লেন পরিবর্তন করে ব্যাটারীচালিত অটোরিকশা তার মোটরসাইকেল এর উপর উঠিয়ে দেয়, ফলে মারাত্নক  দুর্ঘটনার শিকার হন তিনি। তার সাথে তার স্ত্রীর ছোট ভাই ও ছিলেন, সে ও গুরুতর আহত হন।আহতদের কে স্থানীয়রা উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে প্রাথমিকভাবে চিকিৎসা করে, পরবর্তীতে সেন্ট্রাল ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করেছে উন্নত চিকিৎসার জন্য । অনুসন্ধান করে জানাজায় ব্যাটারীচালিত অটোরিকশার চালকরা অদক্ষ থাকার কারনে এবং নিয়মনিতি না জানার কারনে প্রতিনিয়ত  অহরহ এরকম অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার সম্মুখীন হন।চরফ্যাশনে অনেক ছোট ছোট বাচ্চা কেও দেখাযায় ব্যাটারিচালিত অটোরিকশা,ইজিবাইক টমটন ও নসিমন চালায় যাঁদের অধিকাংশই নিয়মনীতি অনুসরণ তো দুরের কথা নিয়মনীতি কি সেটাই বুঝেনা ফলে অনেক দুর্ঘটনা ঘটে। এ ব্যাপারে আইনশৃঙ্খলা কতৃপক্ষের নজরদারি কামনা করেন সচেতন মহল।