Friday, May 24, 2024


চরফ্যাশন থানা মসজিদের ইমাম সাহেব এর এতিম খানায় আগুন।

চরফ্যাশন প্রতিনিধিঃ চরফ্যাশন থানা মসজিদের ইমাম সাহেব এর এতিমখানা ও লিল্লাহ্ মাদ্রাসায় আগুন লেগে ব্যাপক ক্ষয় ক্ষতি হওয়ার খবর পাওয়া…

By স্টাফ রিপোর্টার , in আমার দেশ , at March 18, 2022

চরফ্যাশন প্রতিনিধিঃ চরফ্যাশন থানা মসজিদের ইমাম সাহেব এর এতিমখানা ও লিল্লাহ্ মাদ্রাসায় আগুন লেগে ব্যাপক ক্ষয় ক্ষতি হওয়ার খবর পাওয়া গেছে। জানাজায় আজ শুক্রবার দুপুর আনুমানিক ১.৪৫ মিনিটের সময় চরফ্যাশন উপজেলার ৯ নং ওয়ার্ড এর আশরাফুল উলুম হোসাইনিয়া ( মক্কিনগর) কওমি মাদ্রাসা ও এতিম খানায় রান্নাঘর থেকে আগুন লেগে এতিম ও লিল্লাহ্ বোডিং এর ছাএদের চাল ডাল ও খাবার এর আসবাব পএ সহ বোডিং ঘরটি পুরে ভস্মীভূত হয়ে যায়। এসময় এলাকর মসজিদে জুমার নামাজ পরতে আসা মুসল্লীদের সহযোগিতায় ও পরবর্তীতে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করে।উক্ত মাদ্রাসার মুহতামিম ও চরফ্যাশন থানা মসজিদের ইমাম মাওলানা সালাউদ্দীন জানান মাদ্রাসার রান্না ঘর থেকে আগুন লেগেছিল এতে পুরো রান্নাঘরটি পুরে ছাই হয়ে যায়।এতিম ছাএদের ও লিল্লাহ্ বোডিং এর খাবার ও অন্যান্য সরঞ্জামাদী সহ প্রায় তিন লক্ষ টাকার মত ক্ষতি হয়েছে এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় পুরো এলাকার মুসল্লীগনের মধে গভীর শোক দেখাযায়।