মিজানুর রহমান শাহীনকে ক্রাইম আওয়ার এর বার্তা সম্পাদক পদে নিয়োগ।
স্টাফ রিপোর্টারঃ ক্রাইম আওয়ার পএিকায় মিজানুর রহমান শাহীনকে বার্তা সম্পাদক পদে পদোন্নতি দিয়ে নিয়োগ প্রদান করা হয়েছে। আজ শুক্রবার ক্রাইম…
স্টাফ রিপোর্টারঃ ক্রাইম আওয়ার পএিকায় মিজানুর রহমান শাহীনকে বার্তা সম্পাদক পদে পদোন্নতি দিয়ে নিয়োগ প্রদান করা হয়েছে। আজ শুক্রবার ক্রাইম আওয়ার এর সম্পাদক মেজর জেনারেল মোস্তাফিজুর রহমান( অবঃ) ক্রাইম আওয়ার এর অফিস কার্যালয়ে তার হাতে এই নিয়োগপত্র তুলে দেন। মিজানুর রহমান দীর্ঘ দিন যাবৎ ভোলায় জাতীয় এবং স্হানীয় পএিকায় কাজ করেছেন। ভোলার আলী নগরে তার জন্মস্থান হলেও তিনি দীর্ঘ দিন যাবৎ বরিশালে পরাশোনা করছেন। আইন বিষয়ে স্নাতক সম্পন্ন করে এখন গ্রাজুয়েশন করতেছেন ঢাকার একটি বেসরকারি ভার্সিটি থেকে।




