Thursday, January 2, 2025


ভোলায় নিজের গুলিতে  নৌ-পুলিশের  এএসআই গুলিবিদ্ধ

বিশেষ প্রতিনিধিঃ ভোলার ইলিশা নৌ-থানায় পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) গুলিবিদ্ধ হয়েছেন। তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা হাসপাতালে পাঠানো…

By স্টাফ রিপোর্টার , in আমার দেশ , at June 23, 2024

বিশেষ প্রতিনিধিঃ

ভোলার ইলিশা নৌ-থানায় পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) গুলিবিদ্ধ হয়েছেন। তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (২৩ জুন) বিকেল ৪টার দিকে ভোলার ইলিশা  নৌ-থানার মধ্যে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ওই পুলিশ অফিসারের নাম মো. মোক্তার হোসেন। তিনি ইলিশা নৌ-থানায় কর্মরত।

এদিকে, খবর পেয়ে সন্ধ্যার দিকে ভোলা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রিপন কুমার সরকার ও ভোলা মডেল থানার ওসি মনির হোসেন মিঞা ঘটনাস্থল পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে রিপন কুমার সরকার জানান,
তিনি শুনতে পেয়েছেন, ডিউটিতে যাওয়ার জন্য অস্ত্র বুঝে নেওয়ার সময় অসাবধানতা বশত মিস ফায়ার হয়ে মোকতার আহত হন। বর্তমানে তিনি বরিশালে চিকিৎসাধিন রয়েছেন।

নৌ থানার ডিউটি অফিসার সনজিব সাংবাদিকদের জানান, ঘটনার সময় তারা আটজন ছিলেন। মোকতারকে বিশেষ অভিযানে চট্টগ্রামের কাপ্তাই যাওয়ার কথা ছিল। মোকতার আহত হওয়ার পর তাকে নিয়ে ওসি ও দু’জন কনস্টবল বরিশাল নিয়ে গেছে। বাকি পাঁচজন থানায় আছেন।