শশীভুষন বাজার ব্যাবসায়ী সমিতি গঠন নিয়ে মসজিদে ওসি’র আলোচনা
চরফ্যাশন প্রতিনিধিঃ শশীভুষন বাজার কেন্দ্রীয় জামে মসজিদে শশীভুষন বাজার ব্যাবসায়ী সমিতি না থাকায় বাজার ব্যাবসায়ী সমিতি গঠন করার বিষায়ে আলোচানা…
চরফ্যাশন প্রতিনিধিঃ শশীভুষন বাজার কেন্দ্রীয় জামে মসজিদে শশীভুষন বাজার ব্যাবসায়ী সমিতি না থাকায় বাজার ব্যাবসায়ী সমিতি গঠন করার বিষায়ে আলোচানা করেন শশীভুষন থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান পাটোয়ারী।গত শুক্রবার জুম আ’র নামজের আগে তিনি বক্তব্য প্রদান করে বলেন কোন বাজারের ব্যবয়সায়ীদের কোন সমিতি না থাকলে ঐ বাজারের কোন উন্নয়ন হয়না। এই বাজার থেকে সরকার অনেক টেক্স আদায় করে নেয় সেই তুলনায় বাজারের কোন উন্নয়ন নেই।এছাড়া ও বাজারটিতে কোন ক্লিনার না থাকায় অপরিচ্ছন্ন রয়েছে তাই যত দ্রুত সম্ভব আপনারা বাজার ব্যাবসয়ী সমিতি গঠন করুন। এছাড়াও তিনি মাদক সহ সমাজের নানা বিষয়ে বক্তব্য প্রদান করেন। খোজ নিয়ে জানাজায় বিগত ১০/১২ বসর যাবৎ শশীভুষন বাজারের কোন কমিটি বা কোন সমিতি নেই। বাজার ব্যাবসায়ী সমিতি না থাকায় বাজারটিতে কোন উন্নয়ন নেই। বর্ষার মৌশমে সামান্য বৃষ্টি হলেই বাজারটিতে হাটু পরিমান পানি জমে যায়। পানি নিষ্কাশনের জন্য কোন ভালো ড্রেনেজ ব্যবস্থা নেই।প্রতি বসর বর্ষার মৌসুমে ব্যাবসায়ীরা চাঁদা দিয়ে নামে মাএ ড্রেন পরিষ্কার করলেও অনেক বেগ পোহাতে হয় পানির এ সমস্যা নিয়ে।এছাড়াও বাজারে দক্ষ ও পর্যাপ্ত পাহাড়াদার না থাকায় বাজারে চুরির বিষয়টিতেও বেগ পোহাতে হয় ব্যাবসায়ীদের।সব মিলিয়ে শশীভুষন বাজার ব্যাবসায়ী সমিতি করা এখন সময়ের দাবী হয়ে দাঁড়িয়েছে বলে জানান ব্যাবসায়ীগন।বাজার ব্যাবসায়ী সমিতি গঠন নিয়ে ইতোমধ্যে নির্বাচনী আলোচনায় কেউকেউ পেষ্টুন প্লেকার্ডে ছবি সহ বিভিন্ন পদে দোয়া ও সমর্থন চেয়ে ফেসবুকে পোস্ট করেছেন। ব্যাবসায়ী সমতি গঠন নিয়ে জোড়ালো ভাবে কেউ মুখ না খুল্লেও আলোচনায় রয়েছেন অনেক প্রার্থী। সাবেক কমিটি / সমিতির অনেক সদস্যসহ নতুন মুখের কিছু নাম আসছে এবারের নির্বাচনে। এবারের নির্বাচনে সভাপতি পদে আঃ হান্নান মুন্সি, কামাল পাটোয়ারী,আবু জাহের মিয়া, নজরুল মিয়া, হুমায়ুন পন্ডিত,মাজেদ মিকার ও রাসেল পন্ডিতসহ সাতজনের নাম আলোচনায় রয়েছে।সাধারণ সম্পাদক পদে সোহাগ ফরাজি,ইমাম হাসান রুবেল ও খান মাহাবুবসহ তিনজনের নাম ও সাংগঠনিক সম্পাদক পদে আনোয়ার হেকিম এর নাম আলচনায় রয়েছে বলে ব্যাবসায়ীদের পক্ষ থেকে জানাজায়।