Saturday, July 27, 2024


চরফ্যাশনে চাঁদা না দেয়ায় মোবাইল কোর্টে জরিমানা করার অভিযোগ।।

ভোলা প্রতিনিধিঃ চরফ্যাশনে চাঁদা না দেয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা আদায় করার অভিযোগ পাওয়া গেছে স্যানেটারী ইন্সপেক্টর  নুরল আমিন…

By স্টাফ রিপোর্টার , in Uncategorized , at July 15, 2021

ভোলা প্রতিনিধিঃ চরফ্যাশনে চাঁদা না দেয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা আদায় করার অভিযোগ পাওয়া গেছে স্যানেটারী ইন্সপেক্টর  নুরল আমিন এর বিরুদ্ধে। অভিযোগকারী মিজান জানান গত একসপ্তাহ আগে চরফ্যাশন উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর নুরুল আমিন  চেয়ারম্যান বাজার আমার মিরাজ মেডিকেল হলে এস গোপনীয়  ভাবে চাঁদা দাবী করে। আমি চাঁদা দিতে নারাজ হলে তিনি আমাকে দেখিয়ে দিবেন বলে হুমকি দিয়ে চলেযান। এরই ধারাবাহিকতায় গত কাল বুধবার ১৪ জুলাই দুপুর  আনমানিক ১১.০০ ঘটিকার সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী  পরিচালক নিয়ে আমার দোকানে ২০০০০/-বিশ হাজার জরিমানা করেন। তাকে চাঁদা না দেয়ায় ক্ষোভের বশীভূত হয়ে সে আমার দোকানে জরিমানা করিয়েছে। স্যানেটারী ইন্সপেক্টর নুরুল আমিন জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান সাহেব এসে আমাকে তার সাথে করে নিয়ে গেছেন। এদিকে নুরুল আমিনের বিরুদ্ধে  অনেক অভিযোগ রয়েছে, তিনি দায়িত্ব পালনকালে বিভন্ন  ধরনের অনিয়মের সাথে জরিয়েপরেছন  স্যানিটেশন এর কার্যক্রমের অন্তরালে।এবার গ্রীস্মকালীন সময়ে ফরমালিন যুক্ত আম,লিচু জাম,সহ ফলফ্রুট আসলেও অভ্যন্তরিন নগদ নারায়নে তিনি চুপ হয়ে আছেন বলে জানাজায়।