Sunday, November 24, 2024


বর যাএী’র শ্বশুর বাড়ি যাওয়া হলোনা, গুনতে হলো জরিমানা।

এ এইচ জুয়েল চরফ্যাশন থেকেঃ- রাত ৮টা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। খুব দ্রুত গতিতে আসছে একটি মাইক্রোবাস। জনতা বাজার অতিক্রম…

By স্টাফ রিপোর্টার , in Uncategorized , at July 2, 2021

এ এইচ জুয়েল চরফ্যাশন থেকেঃ- রাত ৮টা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। খুব দ্রুত গতিতে আসছে একটি মাইক্রোবাস। জনতা বাজার অতিক্রম করার সময় হটাৎ বিজিবি’র সিগনাল। মাইক্রোবাস থামানো হলো।আপনারা কারা পরিচয় জানতে চাইলেন নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট রুহল আমিন সাহেব। ভিতর থেকে একজন বয়স্ক ব্যক্তি বল্লেন আমরা বর যাএী।মাইক্রো’র ভিতরে দেখা গেল অনেক লোক, বিয়ে বলে কথা। এর মধ্যে নামানো হলো মাইক্রো চালক কে। তাকে জরিমানা করা হলো ৫০০০/-হাজার টাকা।জরিমানা লিখার ফাঁকে মাইক্রো থেকে একএক করে বড় সহ সবাই লাপাত্তা। জাওয়া হলোনা বেচারার শ্বশুর বাড়ি। আরেকজন মোটর সাইকেল নিয়ে রাতের বেলা লক ডাউন দেখতে বের হয়েছে পরেছেন তিনিও জরিমানা ‘র ফাঁদে ১০০০/-টাকা গুনতে হয়েছে নগদ। এভাবেই একের পর এক পথচারী ও মোটরসাইকেল চালক সহ অসংখ্য লোক থেকে ২২৯০০/- টাকা জরিমানা আদায় করেছেন চরফ্যাশন উপজেলা প্রশাসন কর্মকর্তা রুহুল আমীন সাহেব, সহকারীকমিশনার( ভূমি) রিপন বিশ্বাস তাদের সাথে ছিলেন বিজিবি সদস্য। রিপন বিশ্বাস বলেন, লোকজন কে সচেতন করছি এই মহামারী পরিস্থিতি তে বাসা বাড়িতে থাকতে, তারা তা মানছেনা বরং লকডাউন দেখতে বাহিরে ঘুড়তে বের হয়। তাই তাঁদের কে জরিমানা করা হয়েছে। চরফ্যাশন এ লকডাউন সফল করার জন্য বিজিবি মোতায়ন করা হয়েছে আজ শুক্রবার থেকে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি আমারা যেকোনো মূল্যে নিয়ন্ত্রণ করবো। জরুরি প্রয়োজন ব্যাতিত কেউ বাসা থেকে বের হতে পারবেনা। এটা উপরের নির্দেশ।আমাদের অভিযান চলতে থাকবে সরকারের নির্দেশনা মোতাবেক।