Tuesday, October 8, 2024


মনপুরা টু চরফ্যাশন যাএীবাহী লঞ্চে মোবাইল কোর্ট।

ওমর ফারুক চরফ্যাশন প্রতিনিধিঃ- মনপুরা জনতা বাজার টু চরফ‍্যাশন যাত্রীবাহী লঞ্চে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে ৪০ হাজার টাকা জরিমানা…

By স্টাফ রিপোর্টার , in Uncategorized , at May 19, 2021

ওমর ফারুক চরফ্যাশন প্রতিনিধিঃ- মনপুরা জনতা বাজার টু চরফ‍্যাশন যাত্রীবাহী লঞ্চে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে

মনপুরা ভ্রাম‌্যমান আদালতের নির্বাহী ম‌্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামীম মিঞা অভিযান পরিচালনা করে লঞ্চ ষ্টাপ ও জনতাবাজার লঞ্চ ঘাট ইজারাদার কে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ।

মনপুরা উপজেলায় জনতা বাজার লঞ্চ ঘাটে যাত্রীদের কাছে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে এবং ভাড়ার তালিকা প্রদর্শন না করায় ১০ হাজার টাকা অর্থদন্ড আদায় করা হয়।
এছাড়াও এমভি মা মাসুমা লঞ্চকে অভ্যন্তরীণ নৌপরিবহন বিধিমালা, ২০০৯ এর অধীনে ০১ এপ্রিল, ২০২১ খ্রি. এর দপ্তর আদেশ অনুযায়ী করোনাকালে সর্বশেষ নির্ধারিত ভাড়ার চেয়ে অধিক যাত্রীভাড়া আদায়ের কারণে ৩০ হাজার টাকা অর্থদন্ড আদায় করা হয়। মনপুরা জনতাবাজার থেকে চরফ্যাশনের বেতুয়াঘাট পর্যন্ত ১২০/- টাকার পরিবর্তে সর্বোচ্চ ৮০/- টাকা ভাড়া নির্ধারণ করা হয়।

২ মামলায় সর্বমোট ৪০,০০০/- (চল্লিশ হাজার) টাকা অর্থদন্ড আদায় করা হয়।