Sunday, January 12, 2025


চরফ্যাশনে মোবাইল কোর্ট চলাকালীন ইউনো’র গাড়িতে হামলা।

চরফ্যাশন প্রতিনিধীঃ- ভোলার চরফ্যাশনে মোবাইল কোর্ট পরিচালনার সময় ইউনো’র গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। সরেজমিনে উপস্থিত থেকে চরফ্যাশন প্রতিনিধি জানায় আজ…

By স্টাফ রিপোর্টার , in Uncategorized , at May 12, 2021

চরফ্যাশন প্রতিনিধীঃ- ভোলার চরফ্যাশনে মোবাইল কোর্ট পরিচালনার সময় ইউনো’র গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। সরেজমিনে উপস্থিত থেকে চরফ্যাশন প্রতিনিধি জানায় আজ বুধবার( ১২ই মে) উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমীন এবং সহকারী কমিশনার (ভুমি) রিপন বিশ্বাস এর নেতৃত্বে চরফ্যাশন থানা রোডে হ্যান্ড মাইকে চরফ্যাশন বাজার ব্যাবসায়ীদের উদ্দেশ্য করে দোকানের ব্যাবসাপ্রতিষ্ঠান বন্ধ করার আহ্বান জানান। রাত ৯.০০ ঘটিকার সময়ও ব্যাবসায়ীরা দোকান বন্ধ না করে ব্যবসা- বানিজ্য পরিচালনা করেন। এমতাবস্থায় ইউনো ও সহকারী কমিশনার চরফ্যাশনের সোনালী রোডে কয়েকটি দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করেন। চরফ্যাশন বটতলায় মোবাইল কোর্ট পরিচালনা করার এক পর্যায়ে বাজার কমিটির জয়েন সেক্রেটারি মোঃ মনির উপস্থিত হয়ে ব্যাবসায়ীদের পক্ষে কথা বলেন এবং উপজেলা নির্বাহীকর্মকর্তা মোঃ রুহুল আমীন সাহেব কে মোবাইল কোর্ট পরিচালনা বন্ধ রাখার অনুরোধ জানান। উপজেলা নির্বাহীকর্মকর্তা তার অনুরোধ রেখে গাড়ি ব্যাক করে নিয়ে জাওয়ার সময় উত্তেজিত ব্যাবসায়ীরা ভুয়া- ভুয়া স্লোগান দিতে থাকেন এবং ইউনো’র গাড়ি ও সহকারী কমিশনার রিপন বিশ্বাস এর গাড়ির দিকে ইট পাটকেল নিক্ষেপ করেন।উত্তেজিত ব্যাবসায়ীদের ইট নিক্ষেপে ইউনো’র গাড়ির সামনের গ্লাস ভেঙে যায়।এ ঘটনায় উপজেলা প্রশাসন চরফ্যাশন থানায় আশ্রয় নেয় এবং পৌর মেয়র এসে উত্তেজিত ব্যাবসায়ীদের কে নিয়ন্ত্রণ করেন।পরবর্তীতে পৌর মেয়র, বাজার ব্যাবসায়ী কমিটির সভাপতি,ও প্রেসক্লাব সভাপতি থানায় গিয়ে উপজেলা নির্বাহীকর্মকর্তার সাথে আলাপ করেন। এই ন্যাক্কারজনক ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন বজার কমিটির জয়েন সেক্রেটারি মোঃ মনির হোসেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহীকর্মকর্তা মোঃ রুহুল আমীন সাহেব বলেন গত দুই তারিখ হতে আমি কোন মোবাইল কোর্ট পরিচালনা করিনি। সাস্হ্যবিধী না মানায় আমি প্রথমে হ্যান্ড মাইকে ব্যাবসাপ্রতিষ্ঠান বন্ধ করার আহ্বান জানাই।ব্যাবসায়ীরা তারপরও দোকান বন্ধ না করে কেনা – বেচা করছে। তাই কয়েকটি দোকানে যৎসামান্য জরিমানা আদায় করেছি,এর মধ্যেই কিছু লোক গাড়ির দিকে ইট পাটকেল নিক্ষেপ করে গাড়ির গ্লাস ভেঙে ফেলে।বিষয়টি উর্ধতন কর্মকর্তাদের জানানো হয়ছে।