Tuesday, October 29, 2024


চরফ্যাশনে ভেজাল বিরোধী অভিযানে ভোক্তা অধিকারের জরিমানা আদায়।

চরফ্যাশন প্রতিনিধি ঃ- ভোলার চরফ্যাশনে ভোক্তা অধিকারের ভেজাল বিরোধী অভিযানে তিন প্রতিষ্ঠানে ২৬০০০/-ছাব্বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে, আজ বুধবার…

By স্টাফ রিপোর্টার , in Uncategorized , at April 21, 2021

চরফ্যাশন প্রতিনিধি ঃ- ভোলার চরফ্যাশনে ভোক্তা অধিকারের ভেজাল বিরোধী অভিযানে তিন প্রতিষ্ঠানে ২৬০০০/-ছাব্বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে, আজ বুধবার দুপুর আনুমানিক ১২টার সময়। ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মাহমুদুল হাসান এই ভেজাল বিরুধি অভিজানে জরিমানা আদায় করেছেন বলে তিনি জানান।চরফ্যশনের মুন আইসক্রিম ফেক্টরীতে ৮৩ ধারায় ২০০০০/-বিশ হাজার টাকা, চরফ্যাশন হাসপাতাল রেডে মা মেডিক্যাল হলে ৩৭ ধারায় ৪০০০ টাকা ও আমানত মেঃ হলে ৩৭ ধারায় ২০০০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিকার। করোনা ও লকডাউন পরিস্থিতিতে ঔষধের দোকানগুলোর বেজাল ও দুর্নীতি প্রতিরোধ করতে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী পরিচালক মাহমুদুল হাসান।