Thursday, November 21, 2024


চরফ্যাশনে খোলা ট্রাকে ইট- বালী পরিবহনে পথচারীদের দুর্ভোগ।

ওমর ফারুক । (চরফ্যাশন প্রতিনিধি) ঃ ভোলার চরফ্যাশনে খোলা ট্রাকে ইট- বালী ও ইটের রাবিস পরিবহনে পথচারীদের দুর্ভোগ পোহাতে হয়…

By স্টাফ রিপোর্টার , in Uncategorized , at March 24, 2021

ওমর ফারুক । (চরফ্যাশন প্রতিনিধি) ঃ ভোলার চরফ্যাশনে খোলা ট্রাকে ইট- বালী ও ইটের রাবিস পরিবহনে পথচারীদের দুর্ভোগ পোহাতে হয় প্রতিদিন। এমন অভিযোগ পাওয়া গেছে পরিবহনকারী কাঁকরা ট্রাকচালকদের বিরুদ্ধে। সরেজমিনে ঘুরে দেখাযায় শশীভুষনের কয়েকটি স্পট থেকে ইট – বালী ও ইটের রাবিস পরিবহন করছে একাধিক কাঁকরা ট্রাক। বালী পরিবহনে ট্রাকের উপর তেরপাল দিয়ে ঢেকেরাখার নিয়ম থাকলেও ট্রাক চালকরা তা করছেনা, এতে উরন্ত বালুকনা রাস্তায় চলাচলকারী পথচারীদের চোখে মুখে যায়,তাতে অনেক দুর্ভোগ পোহাতে হয় পথচারীদের। এছাড়াও রাতেরবেলা এসব ট্রাকে একটি মাত্র লাইট থাকার কারনে ওনেক পথচারী মনে করেন মটর সাইকেল আসে বিপরিত দিক থেকে, এতে মারাত্নক দূর্ঘটনার আশংকা থাকে।অনেক কোম্পানির মালামাল পরিবহনের টেম্পু,টমটম, নসীমনেও রাতেরবেলা লাইট থাকেনা তাই এ ব্যাপারে প্রশাসনের যথাযথ হস্তক্ষেপ কামনা করছে সচেতন মহল।