Tuesday, October 8, 2024


ঢাকা- চরফ্যাশন রুটে কর্নফুলি লঞ্চে যাত্রী হয়রানি দিন দিন বাড়ছে।

চরফ্যাশন প্রতিনিধি!! ঢাকা -চরফ্যাশন রুটে কর্নফুলি লঞ্চে যাত্রী হয়রানি দিন দিন বেড়ে চলছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। যাত্রী হয়রানি এখন…

By স্টাফ রিপোর্টার , in Uncategorized , at February 19, 2021

চরফ্যাশন প্রতিনিধি!! ঢাকা -চরফ্যাশন রুটে কর্নফুলি লঞ্চে যাত্রী হয়রানি দিন দিন বেড়ে চলছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। যাত্রী হয়রানি এখন নিত্যকার মামুলি ব্যাপার লঞ্চ স্টাফদের কাছে।ফারহান লঞ্চের স্টাফদের রুঢ় আচরণের কারণে অনেক ব্যাবসায়ী ঐ লঞ্চ ছেড়ে তাসরিফ ও কর্নফুলি লঞ্চের নিত্যদিনের যাত্রী হয়েছেন, যাত্রীর পরিমাণ বাড়তে থাকায় উক্ত লঞ্চের স্টাফরা দিনদিন খারাপ আচরন করছেন যাত্রীদের সাথে। এছাড়াও লঞ্চের স্টাফ ও আনসার বাহিনী কতৃক ডেকের সিট নিয়েও বিভ্রান্তিতে যাত্রী সাধারণ। ডেকের মাজখানে স্টাফ ও আনছার বাহিনী কতৃক বিছানা রেখেও যাত্রীদের কাছথেকে বালিশ প্রতি ১০০/১৫০ টাকা চাঁদাবাজি করতে দেখা যায়।এ বিষয় কতৃপক্ষের সাথে আলাপ করতে ফোন করলে ফোন রিসিভ করেননি লঞ্চ কতৃপক্ষ।