Thursday, December 26, 2024


চরফ্যাশনে মাস্ক পরিধান না করায় ২০ পথচারীর জরিমানা।।

ভোলা প্রতিনিধীঃ ভোলার চরফ্যাশনে আজ ৪ ফেব্রুয়ারী দুপুর ১২.০০ ঘটিকার সময় মাস্ক পরিধান না করার অপরাধে বিশজন পথচারীর দুইশত টাকা…

By স্টাফ রিপোর্টার , in Uncategorized , at February 4, 2021

ভোলা প্রতিনিধীঃ ভোলার চরফ্যাশনে আজ ৪ ফেব্রুয়ারী দুপুর ১২.০০ ঘটিকার সময় মাস্ক পরিধান না করার অপরাধে বিশজন পথচারীর দুইশত টাকা করে চার হাজার টাকা জরুমানা আদায় করা হয়েছে। চরফ্যাশন সদর রোডে পরিচালিত এ অভিজানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রুহুল আমীন ও সহকারী কমিশনার মোঃ রিপন বিশ্বাসের (ভূমি) নেতৃত্বে পরিচালীত হয়। পথচারীদের মধ্যে রিকসা ড্রাইভার, সচেতন নাগরিক, এবং সাধারণ মানুষ ছিলেন বেশী। এসময় সহকারী কমিশনার রিপন বিশ্বাস জানান করোনা পরিস্থিতিতে মাস্ক পরিধান করা সবার জন্য বাধ্যতা মুলক কিন্তু সবাই জারজার ইচ্ছামত চলাচল করছে এতে করোনার জুকি বাড়ছে দিনদিন, তাই মাস্কের ব্যাবহার সকল মানুষের মধ্যে নিশ্চিত করতে এ অবিজান অব্যাহত থাকবে https://crimehours.com/wp-login.php