শশিভূষণে স্বরযন্ত্রের ফাঁদে মহিলা চিকিৎসক
চরফ্যাশন প্রতিনিধিঃ।।ভোলার শশিভূষণে স্বরযন্ত্রের ফাঁদেফেলে মহিলা হোমিও চিকিৎসক থেকে ফায়দা লুটার অভিযোগ পাওয়া গেছে একটি কুচক্রী মহলের বিরুদ্ধে। অভিযোগকারী ঐ…
চরফ্যাশন প্রতিনিধিঃ।।ভোলার শশিভূষণে স্বরযন্ত্রের ফাঁদেফেলে মহিলা হোমিও চিকিৎসক থেকে ফায়দা লুটার অভিযোগ পাওয়া গেছে একটি কুচক্রী মহলের বিরুদ্ধে। অভিযোগকারী ঐ মহিলা (সালমা খানম) বলেন আমি সুনামের সাথে হোমিওপ্যাথি চিকিৎসার প্রাকটিস করছি।আমি ভোলা হোমিওপ্যাথিক কলেজ থেকে ডি এইচ এম এস কোর্স শেষ করেছি।সরকারের নিয়মনীতি মেনে, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ঔষধ প্রশাসন অধিদপ্তর হতে ড্রাগ লাইসেন্স নিয়ে মানুষের চিকিৎসা সেবা করেআসছি। এর পরেও যদি কোন কাগজপএের প্রয়েজন থাকে তাহলে ঔষদ প্রশাসন বল্লে আমি তাও নিব।আমার বিরুদ্ধে একটি চক্র ষড়যন্ত্র করছে অনেক দিন যাবৎ, তারা সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে আমার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে বিভিন্নভাবে আমাকে হেয় প্রতিপন্ন করে ফায়দা নিতে চেষ্টা করছে।সাংবাদিক ভাইয়েরা যদি সঠিকভাবে বিশ্লেষণ করে সংবাদ প্রকাশ করেন তাহলে ঐ কুচক্রী মহল লেজ গুটিয়ে চলে যাবে।