শশীভূষনে গাঁজাসহ এক যুবক আটক।
ভোলা প্রতিনিধিঃ।।ভোলার শশীভূষনে গাঁজাসহ এক যুবককে আটক করেছে শশিভূষণ থানা পুলিশ। শশিভূষণ থানা পুলিশ সুএে জানাজায়, এওয়াজপুর ৬নং ওয়ার্ড এর…
ভোলা প্রতিনিধিঃ।।ভোলার শশীভূষনে গাঁজাসহ এক যুবককে আটক করেছে শশিভূষণ থানা পুলিশ। শশিভূষণ থানা পুলিশ সুএে জানাজায়, এওয়াজপুর ৬নং ওয়ার্ড এর রাসেল (১৯) নামের ঐ যুবককে পন্ডিত বাড়ীর দরজা হতে ১০ গ্রাম গাঁজা সহ আটক করে থানা হেফাজতে রেখেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রাসেল কে আটক করেছে। রাসেলের নামে মাদক আইনে মামলা হবে বলে জানান থানাপুলিশ। এছাড়াও শশিভূষণে মাদকের রমরমা ব্যবসার কয়েকটি স্পট রয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য একটি স্পট রয়েছে শশিভূষণের খাদ্যগুদাম রোড। সেখানে একটি প্রভাবশালী মহল এই ব্যাবসা পরিচালনা করেন।