Tuesday, January 21, 2025


শশীভূষনে গাঁজাসহ এক যুবক আটক।

ভোলা প্রতিনিধিঃ।।ভোলার শশীভূষনে গাঁজাসহ এক যুবককে আটক করেছে শশিভূষণ থানা পুলিশ। শশিভূষণ থানা পুলিশ সুএে জানাজায়, এওয়াজপুর ৬নং ওয়ার্ড এর…

By স্টাফ রিপোর্টার , in Uncategorized , at December 18, 2020

ভোলা প্রতিনিধিঃ।।ভোলার শশীভূষনে গাঁজাসহ এক যুবককে আটক করেছে শশিভূষণ থানা পুলিশ। শশিভূষণ থানা পুলিশ সুএে জানাজায়, এওয়াজপুর ৬নং ওয়ার্ড এর রাসেল (১৯) নামের ঐ যুবককে পন্ডিত বাড়ীর দরজা হতে ১০ গ্রাম গাঁজা সহ আটক করে থানা হেফাজতে রেখেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রাসেল কে আটক করেছে। রাসেলের নামে মাদক আইনে মামলা হবে বলে জানান থানাপুলিশ। এছাড়াও শশিভূষণে মাদকের রমরমা ব্যবসার কয়েকটি স্পট রয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য একটি স্পট রয়েছে শশিভূষণের খাদ্যগুদাম রোড। সেখানে একটি প্রভাবশালী মহল এই ব্যাবসা পরিচালনা করেন।