Tuesday, October 29, 2024


চরফ্যাশনে বেতুয়া লন্ছ হতে স্বামী- স্ত্রী কে লাঞ্ছিত করে টেনে নামিয়ে নেয়ার চেষ্টা ছাত্রলীগ পরিচয়ধারীর।

ভোলা প্রতিনিধি ঃ।।আজ ১২ ই ডিসেম্বর২০২০ চরফ্যাশন বেতুয়া হতে ঢাকাঘামী লন্চ এম ভি তাসরিফ ৩ হতে স্বামী -স্ত্রী কে লাঞ্ছিত…

By স্টাফ রিপোর্টার , in Uncategorized , at December 12, 2020

ভোলা প্রতিনিধি ঃ।।আজ ১২ ই ডিসেম্বর২০২০ চরফ্যাশন বেতুয়া

হতে ঢাকাঘামী লন্চ এম ভি তাসরিফ ৩ হতে স্বামী -স্ত্রী কে লাঞ্ছিত করে টেনে নামিয়ে নেয়ার চেষ্টা ছাত্রলীগ(রাসেল ) পরিচয়ধারীর। ভিক্টিম হৃদয় জানান আমার গ্রামের বাড়ি উত্তর আইচা।আমি আমার স্ত্রী কে নিয়ে বাড়ি থেকে ঢাকা কর্মস্থল জুরাইন পোস্তগোলা যাব।আমি লঞ্চে একটি ষ্টাফ কেবিন নিয়েছি।হঠাৎ একজন লোক এসে আমার এবং আমার স্ত্রীর পরিচয় জানতে চাইলে আমি পরিচয় দেই।এর পরে ঐ লোকের সাথে আরো কয়েকজন ছেলে এসে জড়ো করে।রাসেল নামের লোকটা আমাকে খুব হেনস্তা করে লঞ্চ থেকে নামিয়ে নেয়ার জন্য। এর মধ্যে একজন সাংবাদিক ভাই তার পরিচয় জানতে চাইলে সে ছাত্রলীগ নেতাকর্মী পরিচয় দেয়। পরবর্তীতে সাংবাদিক ভাই লঞ্চের সিড়ি দিয়ে নিচে নামেতে দেখেন চরফ্যাশন ছাত্রলীগ এর সাবেক সভাপতি মতিন মোল্লাকে।সে মতিন মোল্লাকে ডাকতে থাকলে তাৎখনিক স্থান ছেড়ে সবাই চলে যায়।আজ ওই সাংবাদিক ভাই না থাকলে আমার অনেক ক্ষতি হত। এদিকে ঘটনাস্থলে থাকা এক সেনাবাহিনীর কর্মকরতা জানান এভাবে লন্ছের মধ্যে এরকম অনাকাঙ্ক্ষিত আচরণ ভবিষ্যৎ এর জন্য অনেক খারাপ হবে। এটা একটা পর্যটন কেন্দ্রিক এলাকা এখানে বিভিন্ন জায়গা থেকে লোকজন ঘুরতে আসে।এভাবে যদি লোকজনকে হেনস্তা করে ছাএলীগ পরিচয় দিয়ে তাহলে দলের ভাবমূর্তি নষ্ট হবে।এখনই মাননীয় এমপি মহোদয়ের ও প্রসাশনের হস্তক্ষেপ প্রয়োজন। এব্যাপারে চরফ্যাশন উপজেলা ছাএলীগ এর সভাপতির বক্তব্য নিতে ফোন করলে তিনি ফোন রিসিভ করেননি।সাদা গেঞ্জি পড়িহিত কথিত রাসেলএই ঘটনার মুল হোতা।সাথে থাকা দুজন তার সহোযোগিতায় ছিল।