Tuesday, October 8, 2024


চরফ্যাশনে আসন্ন পৌর নির্বাচনে ৬নং ওয়ার্ড হতে কাউন্সিলর পদে অংশ নিবেন জেড,এফ, তিতুমীর।

ওমর ফারুক চরফ্যাশন প্রতিনিধীঃ৷৷ আসন্ন পৌরসভা নির্বাচনে চরফ্যাশন ৬ নং ওয়ার্ড হতে কাউন্সিলর প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বলে জানিয়েছেন এই…

By স্টাফ রিপোর্টার , in Uncategorized , at December 11, 2020

ওমর ফারুক চরফ্যাশন প্রতিনিধীঃ৷৷ আসন্ন পৌরসভা নির্বাচনে চরফ্যাশন ৬ নং ওয়ার্ড হতে কাউন্সিলর প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বলে জানিয়েছেন এই প্রতিনিধির কাছে জেড,এফ, তিতুমীর। সৎ, মেধাবী ,তরুণ এই প্রার্থীর কাউন্সিলর পদে দাঁড়ানোর ঘোষণায় এলাকার সকলেই খুশি বলে জানান উক্ত ওয়ার্ডের বাসিন্দা আঃমা্ন্নান।তিনি জানান, শৈশব কালথেকেই আমি তিতুমীর কে চিনি। সে খুব ভাল ছেলে,সর্বদা হাসিখুশী থাকে, সদালাপী, এলাকার মুরুব্বিদের শ্রদ্ধা ভক্তি করে, সে প্রার্থী হওয়ার সংবাদে আমি খুব খুশি।কাউন্সিলর প্রার্থী তিতুমীর বলেন ৬ নং ওয়ার্ড এর সর্বস্তরের জনগণের দলমত নির্বিশেষে খেদমত করার জন্য নির্বাচন করবো বলে আশাকরি। এলাকাবাসীর কাছে আমার চাওয়া একটাই আমি আপনাদের সন্তান, আমাকে আপনারা ভালভাবেই চিনেন।আমার দ্বারা যদি ৬নং ওয়ার্ডের উন্নতি করা সম্ভব বলে আপনাদের বিবেক বলে তাহলে আমার জন্য আপনারা দোয়াকরবেন এবং আমাকে সমর্থন ও নির্বাচিত করবেন বলে আমি আশাবাদী। আমি প্রতিশ্রুতিদিয়ে বলছি আমি নির্বাচিত হলে আমি আমার সাধ্যানুযায়ী আপনাদের সেবা করবো।আশার বানী শুনিয়ে আপনাদের সন্তুষ্টি করতে চাইনা,নির্বাচিত হলে কাজ করে প্রমান দিব ইনশাআল্লাহ।