Thursday, January 9, 2025


ভোলা শশীভূষনে বজ্রপাতে নিহত দুই শিশু সহ আহত -২

মিজানুর রহমান শাহীন স্টাফ রিপোর্টারঃ ভোলার শশীভূষন থানার এয়াজপুর ইউনিয়ন ৮ নং ওয়ার্ডে বজ্রপাতে খেলার মাঠে নিহত দুই শিশুসহ আহত…

By স্টাফ রিপোর্টার , in অপরাধ ও দূর্নীতি আমার দেশ রাজনীতি , at June 3, 2021

মিজানুর রহমান শাহীন স্টাফ রিপোর্টারঃ

ভোলার শশীভূষন থানার এয়াজপুর ইউনিয়ন ৮ নং ওয়ার্ডে বজ্রপাতে খেলার মাঠে নিহত দুই শিশুসহ আহত -২ জন। 

সরেজমিনে জানাযায়,  এয়াজপুর দক্ষিন মাদ্রাজ এ, রব হামিদিয়া বালিকা দাখিল মাদ্রাসা সংলগ্ন মাঠে বৃষ্টিতে ফুটবল খেলারত অবস্থায় হঠাৎ বজ্রপাতে দুই শিশুর মৃত্যু হয়েছে।

আজ(৩ জুন) বৃহস্পতিবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। এসময় বজ্রপাতে মাঠের থাকা আরও এক শিশু গুরুতর আহত হয়ে চরফ্যাসন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।পাশে জমিতে থাকা অন্য এক যুবক অাহত হয়ে চরফ্যাশন হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে অবস্থান করছে।
বজ্রপাতে নিহত ২ শিশু এয়াজপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের এলাকার কুদ্দুস মাঝির পুত্র মোঃ সাগর (১২) ও আবদুস সাত্তার দপ্তরির পুত্র মোঃ শান্ত (৮)।

তাদের সাথে গুরুতর আহত হয়েছেন মোহাম্মদ আলির পুত্র ইয়ামিন (৭) ও মোঃ আবু বকর সিদ্দিকের পুত্র মোঃ নুরনবি (৩৮)।

শশীভূষণ থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম বজ্রপাতে নিহত ও আহতের নিশ্চিত করে বলেন নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের চরফ্যাশন উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।