Wednesday, January 22, 2025


চরফ্যাশনে শিক্ষককে ফিরিয়ে আনার দাবিতে  সরকারি কলেজে শিক্ষার্থীদের মানববন্ধন

মিজানুর রহমান সোহেল বিশেষ  প্রতিনিধিঃচরফ্যাশন সরকারি কলেজ এর সাবেক ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক আলাউদ্দিন কে খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজ থেকে চরফ্যাশন…

By স্টাফ রিপোর্টার , in আমার দেশ মতামত রাজনীতি , at August 18, 2024


মিজানুর রহমান সোহেল বিশেষ  প্রতিনিধিঃ
চরফ্যাশন সরকারি কলেজ এর সাবেক ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক আলাউদ্দিন কে খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজ থেকে চরফ্যাশন সরকারি কলেজে পুনরায় বদলির মাধ্যমে প্রভাষক বহাল করার দাবিতে মানববন্ধন করেছেন চরফ্যাশন সরকারি কলেজ শিক্ষার্থীরা।

রোববার সকালে কলেজ ক্যাম্পাসে সকল শিক্ষার্থী একত্র হয়ে এ মানববন্ধন করেন।
এছাড়াও প্রভাষক আলাউদ্দিনকে পুনরায় বদলির মাধ্যমে বিভিন্ন দপ্তরে স্মারক লিপি দিয়েছেন।

স্বারকলিপিতে উল্লেখ করেন,গত ২৬মার্চ ২০২৩ইং সনে স্বাধীনতা দিবসের এক সভায় প্রভাষক আলাউদ্দিন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে শ্রদ্ধার সাথে স্বরণ করেন। ততকালীন অধ্যক্ষ আঃ গফুর প্রকাশ্যে অপমান করেন এবং কলেজ থেকে বদলির হুমকি দেন।তারই সুত্র ধরে গত ১জুন ২০২৩ ইং সনে ততকালীন শিক্ষামন্ত্রী ডাঃ দিপুমনি চরফ্যাশনে আসলে তার মাধ্যমে প্রভাষক আলাউদ্দিনকে খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজে বদলি করেন।

তাই জরুরি ভিত্তিতে খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজ থেকে প্রভাষক আলাউদ্দিনকে চরফ্যাশন সরকারি কলেজে পুনরায় বদলির মাধ্যমে বহাল করার দাবি জানান।