Friday, September 13, 2024


ফিলিস্তিনে সন্ত্রাসী ইসরাইল কর্তৃক বর্বরোচিত হামলার প্রতিবাদে শশীভুষনে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল।

এ আর রাসেল শশীভুষন থেকেঃ সন্ত্রাসী ইসরাইলি বাহিনী কর্তৃক স্বাধীনতাকামী মুসলীম রাষ্ট্র ফিলিস্তিনের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে শশীভুষনে বিক্ষোভ মিছিল…

By স্টাফ রিপোর্টার , in আন্তর্জাতিক , at October 26, 2023

এ আর রাসেল শশীভুষন থেকেঃ

সন্ত্রাসী ইসরাইলি বাহিনী কর্তৃক স্বাধীনতাকামী মুসলীম রাষ্ট্র ফিলিস্তিনের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে শশীভুষনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৬ অক্টোবর বিকাল ৩টায় শশীভুষন থানা ওলামা ঐক্য পরিষদ ও সর্বস্তরের তৌহিদী জনতার উদ্যোগে এ বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় ওলামা ঐক্য পরিষদ নেতারা বলেন, ইতোমধ্যে বিশ্ববাসী জেনেছে দখলদার ইহুদি রাষ্ট্র ইসরাইল কর্তৃক ফিলিস্তিনে বর্বরোচিত হামলা করে নির্বিচারে নিরস্ত্র মুসলমানদের হত্যা করছে। ফিলিস্তিনের প্রতিটি এলাকায় ইসরাইল বোমা, মিসাইল, রকেট লেঞ্চার মেরে পুরো ফিলিস্তিনকে ধ্বংসযজ্ঞে পরিণত করেছে। নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ কেউই আজ তাদের বোমার আঘাত থেকে রেহাই পায়নি। ভয়াবহ হামলায় কংক্রিটের নিচে চাপা পড়ে আছে অসংখ্য মানুষ।সন্ত্রাসী ইহুদি গোষ্ঠী ইসরাইলীরা সবসময় মসজিদুল আকসাসহ ফিলিস্তিনকে তাদের নিজেদের করে নেওয়ার জন্য ফিলিস্তিনের অসহায় মানুষদের ওপর হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছেন। তাদের এই হীনম্মন্যতা বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদ জানাচ্ছি।

ফিলিস্তিনিদের নির্মম ভাবে নির্যাতনের প্রতিবাদে আজ গোটা বিশ্বের মুসলমানরা একত্রিত হয়ে প্রতিবাদ গড়ে তুলছে তারই ধারাবাহিকতায় শশীভূষনে স্বরন কালের এক শ্রেষ্ঠ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল টি বাজার বড় জামে মসজিদ হয়ে শশীভূষনের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে মাছ বাজার মোড়ে এসে সমবেত হয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। শশীভূষন থানা ওলামা ঐক্য পরিষদের সভাপতি মাও: নুরে আলম নুরানী, সাধারন সম্পাদক মাও: ছালাউদ্দিন, সহ- সাধারন সম্পাদক মাও: হারুনুর রসিদ, মাও: মিজানুর রহমান প্রমুখ বক্তব্য প্রদান করেন।

সভায় বক্তারা দাবি তোলেন দীর্ঘদিন ধরে ইসরাইলি বাহিনী ফিলিস্তিনিদের উপর নির্মমভাবে হত্যা নির্যাতন চালিয়ে আসছে।
আজ সমগ্র মুসলিম জাতি একত্রিত হয়ে এদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে এবং ইসরাইলি উৎপাদিত
সকল পন‍্য বর্জনের দাবি জানান।
এসময় হাজার হাজার ধর্মপ্রান মুসলমান এ বিক্ষোভ সমাবেশে যোগ দেন।
সভাশেষে মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়।
শশীভুষনের এওয়াজপুরের ঐতিহ্যবাহী হোসাইনিয়া মাদ্রাসার মুহতামিম মাও: মহিউদ্দিন দোয়া মোনাজাত পরিচালনা করেন সভা শেষ করেন।

https://googleads.g.doubleclick.net/pagead/ads?client=ca-pub-9988400939516411&output=html&h=327&adk=2825911519&adf=1480661138&pi=t.aa~a.1721284854~i.8~rp.4&daaos=1698297090175&w=393&lmt=1698332326&num_ads=1&rafmt=1&armr=3&sem=mc&pwprc=7155493558&ad_type=text_image&format=393×327&url=https%3A%2F%2Fwww.risingbd.com%2Fnational%2Fnews%2F525634&fwr=1&pra=3&rh=311&rw=373&rpe=1&resp_fmts=3&sfro=1&wgl=1&fa=27&uach=WyJBbmRyb2lkIiwiMTAuMC4wIiwiIiwiUmVkbWkgTm90ZSA5IFBybyIsIjExNy4wLjU5MzguMTUzIixbXSwxLG51bGwsIiIsW1siR29vZ2xlIENocm9tZSIsIjExNy4wLjU5MzguMTUzIl0sWyJOb3Q7QT1CcmFuZCIsIjguMC4wLjAiXSxbIkNocm9taXVtIiwiMTE3LjAuNTkzOC4xNTMiXV0sMF0.&dt=1698332325690&bpp=8&bdt=47097&idt=-M&shv=r20231024&mjsv=m202310190101&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3D0726bac986376005%3AT%3D1698332342%3ART%3D1698332342%3AS%3DALNI_Ma6oTwnRdpCCf3hgE6V4IrocSvzDg&gpic=UID%3D00000c74b375e433%3AT%3D1698332342%3ART%3D1698332342%3AS%3DALNI_Mbm1FqAAiNy50cjO8fVO7_3sx_pvA&prev_fmts=0x0%2C373x1380%2C393x327&nras=2&correlator=6677974375559&frm=20&pv=1&ga_vid=1250027765.1698332324&ga_sid=1698332324&ga_hid=1532088828&ga_fc=1&u_tz=360&u_his=1&u_h=873&u_w=393&u_ah=873&u_aw=393&u_cd=24&u_sd=2.75&dmc=4&adx=0&ady=1239&biw=393&bih=729&scr_x=0&scr_y=66&eid=44759875%2C44759926%2C44759837%2C44798934%2C44805931%2C44806737%2C31078301%2C31079056%2C31079155%2C44806255%2C31078663%2C31078665%2C31078668%2C31078670&oid=2&pvsid=429220815163951&tmod=1380236590&uas=0&nvt=1&ref=https%3A%2F%2Fwww.google.com%2F&fc=1408&brdim=0%2C0%2C0%2C0%2C393%2C0%2C393%2C789%2C393%2C789&vis=1&rsz=%7C%7Cs%7C&abl=NS&fu=128&bc=31&td=1&nt=1&ifi=18&uci=a!i&btvi=3&fsb=1&xpc=2Z9QEHG3GS&p=https%3A//www.risingbd.com&dtd=1315