চরফ্যাশনে শ্রীদূর্গা কোম্পানির নকল বান্ধবী জব্দ। ৩০ হাজার টাকা জরিমানা
চরফ্যাশন প্রতিনিধীঃ ভোলার চরফ্যাশনের শশীভুষনে একটি দোকান থেকে শ্রীদূর্গা কোম্পানির ১০০ পিছ নকল বান্ধবী জব্দ করেছে ঔষধ প্রশাসন অধিদপ্তর ভোলা…
চরফ্যাশন প্রতিনিধীঃ ভোলার চরফ্যাশনের শশীভুষনে একটি দোকান থেকে শ্রীদূর্গা কোম্পানির ১০০ পিছ নকল বান্ধবী জব্দ করেছে ঔষধ প্রশাসন অধিদপ্তর ভোলা এবং অভিযুক্ত দোকানদার কে ৩০ এিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।জব্দকৃত নকল ঔষধ গুলো শশীভুষনের নতুন ব্রীজের উপর থেকে ক্যাপ খুলে খালের মধ্যে ফেলে দিয়ে ধ্বংস করা হয়েছে । জানাজায় শশীভুষনের নতুন ব্রীজ সংলগ্ন কেয়ার মেডিক্যাল হলে অভিযান চালিয়ে নকল ঔষধগুলো জব্দ করা হয়। ঔষধ প্রশাসন অধিদপ্তর এর ড্রাগ সুপার ইফ্রাহিম ইকবাল চৌধুরী জানান ভোলা জেলার ভেলু মিয়া, বোরহানউদ্দিন, লালমোহন ও চরফ্যাশন এর বিভিন্ন বাজারের ফার্মেসীতে এই নকল ঔষধ গুলো দেখতে পাই।এর পরে আমারা গোপন সংবাদ এর ভিত্তিতে জানতে পারি শশীভুষনের কেয়ার মেডিক্যাল হলের মালিক হারুন এই নকল ঔষধ গুলো বাজারজাত করে। তারপরে আমরা আজ বুধবার দুপুর আনুমানিক ১২ টার দিকে অভিযান পরিচালনা করি সেখানে। তার কাছে ১০০বোতল নকল ঔষধ পাই। এই নকল ঔষধ গুলো সে বাজারজাত করে বলে আমাদেরকে জানায়। আরো জানায় ভোলা গুইংগার হাট এলাকার জৈনক মান্নান এর মাধ্যমে চট্টগ্রাম এর পটিয়া থেকে এই নকল ঔষধ গুলো সংগ্রহ করে বাজারজাত করে।এই অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা কারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু আবদুল্লাহ খান বলেন সঠিক উপাদানে এই ঔষধগুলো তৈরি করা হয়নি। এগুলো মান নিয়ন্ত্রন হীন ঔষধ। এগুলো খেলে ধীরে ধীরে মানুষের কিডনি নষ্টসহ অংঙ্গ প্রত্যঙ্গ বিকল হওয়ার সম্বাবনা রয়েছে। অভিযুক্ত হারুন দোষ স্বীকার করেছে। তাকে ৩০/- এিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে সে এই ধরনের কর্মকান্ড থেকে বিরত থাকবে বলে জানায়। যদি ভবিষ্যতে সে এই ধরনের অপরাধ করে তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।