Thursday, January 2, 2025


গির্জায় আগুন দেয়ার চেষ্টা রুখলেন মুসলিমরা, আটক অভিযুক্ত ইহুদি

পশ্চিম তীরে ইসরায়েল অধিকৃত পবিত্র বায়তুল মুকাদ্দাস বা জেরুজালেমের এক গির্জায় ইহুদি ধর্মাবলম্বির এক ব্যক্তির আগুন দেয়ার চেষ্টা রুখে দিয়েছেন…

By স্টাফ রিপোর্টার , in অপরাধ ও দূর্নীতি আমার দেশ , at December 6, 2020

পশ্চিম তীরে ইসরায়েল অধিকৃত পবিত্র বায়তুল মুকাদ্দাস বা জেরুজালেমের এক গির্জায় ইহুদি ধর্মাবলম্বির এক ব্যক্তির আগুন দেয়ার চেষ্টা রুখে দিয়েছেন ফিলিস্তিনি মুসলিমরা। গত শুক্রবার (৪ ডিসেম্বর) এ ঘটনা ঘটে। গির্জাটি হচ্ছে- জাবাল জেইতুন সংলগ্ন আল জাসমানিয়া।

আরব নিউজের বরাতে জানা যায়, উপশহরবাসী এক ইহুদি ওই গির্জার ভেতরে ঢুকে পেট্রোল ঢেলে বিভিন্ন আসবাবপত্রে আগুন দেয়ার চেষ্টা করেছিলেন। বিষয়টি টের পেয়ে স্থানীয় মুসলমানরা তৎক্ষণাৎ সেখানে উপস্থিত হন।

এ সময় ওই ইহুদিকে হাতে-নাতে ধরে ফেলেন তারা। এ ঘটনাকে কেন্দ্র ওই করে উত্তেজনা দেখা দেয়, বাঁধে সংঘর্ষও। খবর পেয়ে ইসরায়েলি সেনারা এসে গির্জায় ঢুকে ইহুদি ব্যক্তিকে ছাড়িয়ে নিয়ে যায়। তবে ওই ব্যক্তির নাম-পরিচয় প্রকাশ করেনি ইসরায়েলি কর্তৃপক্ষ।

এর আগেও বহুবার পশিম তীরের অধিকৃত ফিলিস্তিনি ভূমিতে মুসলমান ও খ্রিস্টানদের ধর্মীয় উপাসনালয়ে আগুন দিয়েছে ইসরায়েলের ইহুদিরা। এর মাধ্যমে তারা স্থাপনাগুলো ধ্বংস করার চেষ্টা চালিয়ে আসছে।