চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাএের মৃত্যু।
এএইচ জুয়েল খাঁন,চরফ্যাশন থেকেঃ- ভোলার চরফ্যাশন এ শামিম( ১৬) নামের এক স্কুল ছাএের মটর সাইকেল দূর্ঘটনায় মৃত্যুর খবর পাওয়া গেছে।…
এএইচ জুয়েল খাঁন,চরফ্যাশন থেকেঃ- ভোলার চরফ্যাশন এ শামিম( ১৬) নামের এক স্কুল ছাএের মটর সাইকেল দূর্ঘটনায় মৃত্যুর খবর পাওয়া গেছে।
নিহত শামিম জাহানপুর ইউনিয়নের ৮ কপাট এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে এবং জাহানপুর মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্র। স্বজনরা জানান, রোববার রাতে শামিম ও তার দুই বন্ধু মিলে বেতুয়া প্রশান্তি পার্কে ঘুরতে যাচ্ছিলেন। চরফ্যাশন পৌর সভার ৬নং ওয়ার্ডের, চরফ্যাশন টু শশীভূষণ সড়কের নাপিত বাড়ির এলাকায় রাস্তায় দেয়া হাই লেনের সাথে মোটরসাইকেলের ধাক্কা লাগে। তিন বন্ধুসহ শামিম মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে। শামিম ছিটকে পড়ে রাস্তার পাশে গাছের সাথে আঘাত হানে, এ সময় তার মাথায় গুরুতর আঘাত লাগে। তার সাথে থাকা অপর দুই বন্ধু ও শামিম কে স্থানীয় লোকজন উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপর দুই বন্ধু চিকিৎসাধিন অবস্থায় রয়েছেন।