Saturday, December 28, 2024


ভোলায় গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শনে এলেন  ইউএনডিপির প্রতিনিধি দল

ভোলা প্রতিনিধিঃ বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের  কার্যক্রম সারা দেশে বাস্তবায়িত হচ্ছে।ইউএনডিপি ও ইউরোপিয়ান ইউনিয়ন এবং বাংলাদেশ সরকারের…

By স্টাফ রিপোর্টার , in আমার দেশ , at December 18, 2024

ভোলা প্রতিনিধিঃ

বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের  কার্যক্রম সারা দেশে বাস্তবায়িত হচ্ছে।ইউএনডিপি ও ইউরোপিয়ান ইউনিয়ন এবং বাংলাদেশ সরকারের আর্থিক ও কারিগরি সহযোগিতায় এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এরই ধারাবাহিকতায় ইউএনডিপির একটি প্রতিনিধি দল এবং বেসরকারি সংস্থা ওয়েব ফাউন্ডেশনের গ্রাম আদালত প্রকল্পের প্রকল্প সামন্বয়কারী ভোলার গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শনে আসেন।

আদ্য ১৭ ই ডিসেম্বর রোজ মঙ্গলবার ইউএনডিপির  টিম লিডার সিরাজুল হক,  (প্ল্যানিং, এম এন ই এন্ড  রিপোর্টিং), শরিফা পারভীন প্রজেক্ট এনালিস্ট  ইউএনডিপি, এবং  গ্রাম আদালত প্রকল্পের   প্রকল্প সমন্বয়কারী জনাব মোঃ নজরুল ইসলাম  সকাল সাড়ে দশটায় দৌলতখান উপজেলার চর খলিফা ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের কার্যক্রম এবং নথিপত্র পর্যালোচনা শেষে চেয়ারম্যান, ইউপি  সদস্য, প্রশাসনিক কর্মকর্তা,এবং গ্রাম পুলিশ সহ সকলের সাথে গ্রাম আদালত নিয়ে আলোচনা করেন। আলোচনা শেষে দৌলতখান উপজেলার   নির্বাহী কর্মকর্তা, অফিসার ইনচার্জ, এবং বিভিন্ন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সহ ইউপি সদস্যগণের সাথে  মাত বিনিময় শেষে জনাব মোঃ মিজানুর রহমান  উপ-পরিচালক স্থানীয় সরকার শাখা, এবং সহকারি পরিচালক  সমাজসেবা ভোলা জেলা মহাদয়ের সাথে মতবিনিময় শেষে বিকেল পাঁচটায় ভোলা ত্যাগ করেন। প্রতিনিধি দলের সাথে গ্রাম আদালত প্রকল্পের জেলা ম্যানেজার অক্ষয় সরকার, উপজেলা সমন্বয়কারী মোঃ রিয়াজ মোর্শেদ,  শিউলি বেগম, সহ  মোহাম্মদ ইলিয়াস উপস্থিত ছিলেন।