চরফ্যাশনে স্বেচ্ছাসেবকদলের প্রতিবাদ সভা অনুষ্ঠিত
মিজানুর রহমান শাহীন স্টাফ রিপোর্টারঃ দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে অভিযুক্ত করে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদল কর্তৃক চরফ্যাশন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক…
মিজানুর রহমান শাহীন স্টাফ রিপোর্টারঃ
দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে অভিযুক্ত করে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদল কর্তৃক চরফ্যাশন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর শাহাদাৎ হোসেন ছায়েদ ও যুগ্ম সম্পাদক রিয়াজ উদ্দিন চপল কে অব্যাহতী দেয়ায় চরফ্যাশন উপজেলা স্বেচ্ছাসেবদলের আয়োজনে এক প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০জুন) বেলা ১১টায় চরফ্যাশনের সাবেক এমপি নাজিম উদ্দিন আলমের বাসভবনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বেচ্ছাসেক দলের সহ-সভাপতি জামাল হোসেন গোলদারের সভাপতিত্বে। এ সময় বক্তব্য রাখেন উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতীয়া,সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র আমিরুল ইসলাম মিন্টিজ,সহ-সভাপতি কায়সার আহমেদ কমল,পৌর বিএনপির সম্পাদক খায়রুল ইসলাম সোহেল,উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম আসলামী, উপজেলা যুবদল সভাপতি আশরাফুর রহমান দিপু, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক মীর শাহাদাৎ হোসেন ছায়েদ সহ বিভিন্ন ইউনিয়নের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এসময় শৃঙ্খলা ভঙ্গের কারণ দেখিয়ে মীর ছায়েদকে দলীয় পদ থেকে অব্যাহতী দেয়ার ঘটনায় তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, অবিলম্বে এ ন্যাক্কারজনক আদেশ প্রত্যাহার করে ত্যাগী নেতাদের মূল্যায়ন করতে হবে।