Sunday, December 29, 2024


“শপথ” ক্রাইম আওয়ার

‘ শপথ ‘নীলা আহমেদ আজ এ ধরায় উদাস সুরে পাখি গায় গান,করোনারই ছোবলে রুদ্ধ হলো প্রাণ।কদমের গাল ছোঁয়া শুভ্র যে…

By স্টাফ রিপোর্টার , in সংস্কৃতি , at June 8, 2021

‘ শপথ ‘
নীলা আহমেদ

আজ এ ধরায় উদাস সুরে পাখি গায় গান,
করোনারই ছোবলে রুদ্ধ হলো প্রাণ।
কদমের গাল ছোঁয়া শুভ্র যে জল,
ঝাউয়ের আঁচল ঘেষে নেভাবে অনল।

রূপোথালা চাঁদনী কাঁশবুনো ভোর,
‘করোনা’ কাটিয়ে দেখো খুলবে সে দ্বোর।
পাকাধানি রঙে এঁকে জীবনের পথ,
স্রষ্টার তরে করো মুক্তি শপথ।

শ্রমিকের ঘামে ভিজে বাংলার বুক,
নায্য মজুরি নামে লুফে নেয় দুখ।
দুধেভেজা ফুরফুরে খুকির সকাল,
আসবে সে ঘোর কেটে শুভ মহাকাল।

কলমির ফুল ফোটা ভাসা নীলাকাশ,
উবে যাবে একদিন ধূসর বাতাস।
ধৈর্য্য সারথি হয়ে চলো সোজা পথ,
বিধাতার তরে করো নতুন শপথ।
অতীতের পাপ স্মরে মার্জনা চাও,
সত্য ন্যায়ের পথে ধাবমান হও।