Thursday, November 21, 2024


চরফ্যাশন বেতুয়া লঞ্চ টার্মিনালের যাত্রীদের স্বজনদের ও কাটতে হয় বাড়তি টিকেট।

ভোলা প্রতিনিধি ঃ।। চরফ্যশন বেতুয়া লঞ্চ টার্মিনালের যাত্রীদের টিকেট ছাড়া ও বাড়তি টিকেট কাটতে হয় স্বজনের এমন অভিযোগ করেন লন্ছের…

By স্টাফ রিপোর্টার , in Uncategorized , at December 12, 2020

ভোলা প্রতিনিধি ঃ।। চরফ্যশন বেতুয়া লঞ্চ টার্মিনালের যাত্রীদের টিকেট ছাড়া ও বাড়তি টিকেট কাটতে হয় স্বজনের এমন অভিযোগ করেন লন্ছের অনেক যাত্রী। আজ১২ডিসেম্বর ২০২০ শনিবার ঘাটে টিকেট কাটতে দেখাগেছে অনেক যাত্রীর স্বজনদের। একেতো টিকেট এর মুল্য ৫টাকা থেকে ১০ টাকা করায় সাধারণ যাত্রীরা হতাশাবোধ করেছে অপর দিকে আবার স্বজনদের থেকে ও টিকেট এর মুল্য নেওয়ায় দুঃখ প্রকাশ করেন লন্ছের অনেক যাত্রী। তবে কেন যাত্রীর স্বজনদেরও টিকেট কাটতে হবে এমন প্রশ্নে টিকেট কাটতে থাকা লোকজন কোন সদুত্তর দিতে পারেননি।টিকেট চেকিং এ থাকা নামপ্রকাশ না করে একজন জানান ঘাট ইজারা নিয়েছি তাই ভিতরে যে প্রবেশ করবে তাদের সবাই কে টিকেট কেটেই ডুকতে হবে।এছাড়াও এখন ঢাকা সদরঘাটের মত কোন যাত্রী ঢাকা থেকে কোন মালামাল হাতে করে আনলে চাঁদা দিতে হয় চরফ্যাশনের বেতুয়া ঘাটে।বিষয়টি আমলে নিয়ে এর প্রতিকার চান চরফ্যাশনবাসী।